তালিকা

আধুনিক বাঙালির ফেভারিট লোকেশ
সম্পাদকীয় — ১৫ এপ্রিল, ২০২৫

১৪৩১ -এর বৈশাখ থেকে যে একটা বছর আমরা পিছনে ফেলে এলাম, তার দিকে ফিরে তাকালে হর্ষ না বিষাদ, কোন দিকের পাল্লা ভারি হবে, সে হিসাবে আজ না যাওয়াই ভালো। এই যুদ্ধ ও শঠতা দীর্ণ পৃথিবীতে মানুষের টিকে থাকার‌ লড়াইকে আরও একবার বরং কুর্নিশ জানাই নতুন বছরে। যদিও জানি, ক্যালেন্ডারের পাতা বদলায়, দিন বদলায় না, তবু মানতেই হবে, আশার হাত ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া।

বছরের প্রথমেই একটা সুখবর দিই। বাংলা নতুন বছর থেকে আপনাদের প্রিয় পত্রিকা 'বাংলা স্ট্রিট' আসছে নতুন রূপে। অনলাইনে যেভাবে আপনারা পড়তেন, সেভাবে তো পড়বেনই, সেই সঙ্গে সমাজ মাধ্যমের নানা মঞ্চ , যেমন ফেসবুক, ইন্সটাগ্রাম, এক্স হ্যান্ডেলে নিয়মিত পাবেন নিত্যনতুন নিবন্ধ, রাজনীতি- অর্থনীতি- সমাজনীতির অন্যরকম বিশ্লেষণ, খেলার খবর, সাক্ষাৎকার, সিনেমা রিভিউ, সংস্কৃতি জগতের খবরাখবর, বিনোদন আর লাইফস্টাইলের তাজা আপডেট। পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা বাঙালির মনের খোরাক যোগানোর এই আয়োজনে পাঠক বা লেখক হিসেবে আপনাদের সঙ্গে চাই।

নববর্ষ সংখ্যাটি আমরা সাজিয়েছি বিশেষভাবে, শুধুই নতুন বছরকে বরণ করার অভিপ্রায়ে। দেশ বিদেশের বিশিষ্ট লেখকদের কলমে নববর্ষের নানা রং ধরা পড়েছে। অতীত আর বর্তমানের নববর্ষ কাটানোর অভিজ্ঞতা তাঁরা ভাগ করে নিয়েছেন সুরম্য গদ্যে। উৎসবের সুরে বাঁধা এই বিশেষ সংখ্যায় নিয়মিত বিভাগগুলি থাকছে না।

আসুন তাকাই সামনের দিকে, ভরসা রাখি মনে, ভালো হবেই সবার। অঙ্গীকার করি, নিজে ভালো থাকার, অন্যকে ভালো রাখার চেষ্টা চালিয়ে যাব সাধ্যমতো।

লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা, বিক্রেতা সবার জন্য রইল নতুন বছরের শুভকামনা। নতুন আলোয় ভরে উঠুক সবার জীবন।





Scroll to Top