
প্রযুক্তি আর সুস্বাস্থ্য - ২০২৫ এ নাকি এই দুই ডানায় ভর করেই উড়তে চাইছে জেন জেড। স্মার্টফোন, স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাঙ্কের নিত্যনতুন মডেল বাজারে পড়তে পারছে না, এমন ক্রেজ। এর সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে হেলথ সাপ্লিমেন্ট, প্রোটিন সাপ্লিমেন্ট, ভিটামিনের বিক্রি। সমীক্ষা আরো একটি আশ্চর্য তথ্য সামনে এনেছে। জেটগতির জীবনে অভ্যস্ত হলেও নবীন প্রজন্ম নাকি ঘরও সমান ভালবাসে। ওয়ার্ক ফ্রম হোম যাদের তাদের তো কথাই নেই। রুজির টানে বাইরে ছুটতে হয় যাদের, তারাও মনে করে যেটুকু সময় কাটাবো ঘরে, ছিমছাম হোক গৃহসজ্জা। বিশেষ করে সবুজে সাজাতে চায় তারা। তাই ভাল চাহিদা আছে হোম ডেকর আর ইনডোর প্লান্টের। এবার ক্রমানুসারে সাজিয়ে দিচ্ছি এই মুহূর্তের পণ্যের চাহিদা:

১। স্মার্টফোন, স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাঙ্ক, ল্যাপটপ স্ট্যান্ড।
২। হেলথ সাপ্লিমেন্ট, যোগা প্যান্ট, রানিং শ্যু, ঘাম শুষে নেয় এমন পোশাক, মেয়েদের জন্য ফোন পকেটওয়ালা অ্যাক্টিভওয়্যার।
৩। ত্বকের যত্নের প্রাকৃতিক উপাদানে তৈরি লোশন, সানস্ক্রিন, অরগ্যানিক ফেস সিরাম।
৪। ইনডোর প্লান্টস।
৫। ফ্লেভারড কফি, কোল্ড ব্রু।
৬। অরগ্যানাইজার্স অর্থাৎ ছোট ফ্ল্যাটের উপযোগী মাল্টি ইউটিলিটি আসবাব। ভ্রমণের জন্য এমন ব্যাগ যাতে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস রাখার আলাদা আলাদা খাপ আছে।
৭। কাস্টমাইজড উপহার যেমন নাম, ছবি বা পছন্দসই কোট লেখা মগ, পোশাক, গয়না।
৮। পোষ্য, বিশেষত কুকুরের জন্য খাবার ও নানা সরঞ্জাম।
তথ্যসূত্র: ইন্টারনেট