তালিকা

আধুনিক বাঙালির ফেভারিট লোকেশ
বিরাট কোহলির টেস্ট থেকে অবসর শুধু অপ্রত্যাশিত নয় — এক অঘটনও           

ইন্দ্রপতন বললেও বোধহয় এই ঘটনাকে কম বলা হয় -- ছিয়ানব্বই ঘন্টার মধ্যে ভারতীয় টেস্ট দলের দুই মহীরুহ বিদায় নিলেন। রোহিত শর্মা টেস্ট থেকে অবসর গ্রহণের মাত্র ছিয়ানব্বই ঘন্টার মধ্যে বিরাট কোহলি ভারতীয় টেস্ট দল থেকে তাঁর অবসর গ্রহণের কথা ঘোষণা করলেন সোমবার ১২ মে তারিখে। ভারতীয় বোর্ড চেয়েছিল বিরাট কোহলি যেন অন্তত জুন মাসে শুরু হওয়া ইংল্যান্ডের  বিরুদ্ধে টেস্ট সিরিজটি খেলে অবসর নেন। কিন্তু ১২৩ টি টেস্ট ম্যাচে ভারতের সাদা ফ্লানেল পরে নামা কোহলি টেস্ট থেকে নির্বাসন নিলেন। চোদ্দ বছর আগে তিনি ভারতের হয়ে টেস্ট খেলা শুরু করেছিলেন। তাঁর মোট টেস্ট রান ৯২৩০ । গড় ৪৭. ৮৫। তিরিশটি সেঞ্চুরি আর সাতটি ডাবল সেঞ্চুরির মালিক কোহলি ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত ৬৮ টি টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ৪০ টি ম্যাচই জিতেছেন। গ্রেম স্মিথ , রিকি পন্টিং এবং স্টিভ ওয়ার পরেই তিনি বিশ্বের সফলতম ক্যাপ্টেন। স্মিথ ৫৩ টি, পন্টিং ৪৮ টি এবং ওয়া ৪১ টি টেস্ট জিতেছেন অধিনায়ক হিসেবে। কিন্তু কেউ কি মনে রাখবে স্ট্যাটিসটিক্সের  এই নম্বরগুলিকে? বীরেন্দ্র সেহবাগ তাঁর ইনস্টাগ্রামে ঠিক লিখেছেন যে চিকু, নম্বর সবাই ভুলে যাবে। মনে রাখবে তুমি কত বড়ো বাটার ছিলে। তুমি টেস্টে  ১০, ০০০ রান করে অবসর নিতে পারতে। কিন্তু তুমি বিশ্বকে বুঝিয়ে দিলে যে রেকর্ডের  জন্যে  খেলো না। কিন্তু, বিরাট কোহলির হঠাৎ এই অবসরের সিদ্ধান্ত কেন? যেখানে বোর্ড চাইছিল বিরাট যেন ইংল্যান্ড সফরে থাকে? নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে যে বিরাট ইংল্যান্ড সফরে যেতে রাজি ছিলেন যদি বোর্ড তাঁকে এই সফরে নেতৃত্ব দিত। তিনি চেয়েছিলেন অধিনায়কত্ব। কিন্তু তা দিতে রাজি ছিলেন না ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। বিরাট চেয়েছিলেন ইংল্যান্ড সিরিজে  ভারতীয় দলের ভাবী ক্যাপ্টেন যেন গ্রুমড হয় তাঁর ছাতার তলায়। গৌতম তা চাননি।  তিনি চেয়েছেন নতুন ক্যাপ্টেনের  অধীনেই যেন দল যায় ইংল্যান্ডে। এর পর বিরাট টেস্ট থেকে তাঁর অবসর এর কথা ঘোষণা করেন। এই ইংল্যান্ডের  মাটিতেই ২০২২ সালে অনুষ্কা শর্মার প্রথম সন্তান জন্মের সময় বিরাট কোহলি দিল্লি ফিরে গিয়ে নেতৃত্ব হারান রোহিত শর্মার কাছে। তাই কি তিনি ইংল্যান্ডে  শেষ বারের মতো নেতৃত্ব দিতে চেয়েছিলেন ভারতকে? বিরাট কোহলির মনের কথা জানা সম্ভব হবে না। তাই, এই কথা ভেবেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে যে ভারত তার সর্বকালের অন্যতম সেরা ব্যাটারকে হারাল। অন্তত টেস্ট থেকে।


সাবস্ক্রাইব
অবহিত করুন
guest
0 টি মন্তব্য
ভোটপ্রাপ্তি অনুসারে
নতুন থেকে পুরোনো পুরোনো থেকে নতুন
ইনলাইন প্রতিক্রিয়া
সকল মন্তব্য দেখুন
Scroll to Top